...

37 views

মৃত্যু দাগ
মায়ার বন্ধনে বাঁধিয়াছো যারে,
বন্দি করিয়াছো সোনার খাঁচায়ে,
পুস্প কমল পেলক হৃদয় তাহার,
চেয়ে আছে মুক্তির প্রতীক্ষায়।
বসন্ত যদিন এসেছিল তোমার বাগীচায়,
ফুটেছিল রক্ত গোলাপ তাহার মনের আঙ্গিনায় এসেছিল মেঘের বার্তা প্রজাপ্রতির রঙ্গিন ডানায়ে।
শিশির সিক্ত মনের রুদ্ধ মুক্তির দ্বারে,
আঘাত হেনেছিল বারেবারে।
তখন তুমি তাকে সযত্নে পড়িয়েছিলে,
বাস্তবতার শিকল।
স্বপ্ন তাহার হয়েছিল হণ‍্যমান,
ভাবনার পাহাড়ে ফুটেছিল বাস্তবতার পুন্ডরিক
রক্ত গোলাপের কাছে ব‍্যের্থ হয়েছিল তার,
সম্মান প্রাপ্তির এষণা।
হৃদয়ের কুসুম দোলায়ে বয়ে গিয়েছিল রক্তস্রত
রেখে গিয়েছিল সুস্পষ্ট মৃত‍্যুর দাগ।
পুস্প কমল পেলক হৃদয় তাহার,
চেয়ে-ছিল মুক্তির প্রতীক্ষায়।।



"খারাপ লাগলেও comments -এ সেটা জানাবেন। নিজেকে ঠিক করে এগিয়ে যেতে সক্ষম হব -ধন‍্যবাদ।"