...

11 views

~~বর্ষায়.......
.....~~বর্ষায়~~.....

শ্রাবনের বিকেল বেলা
চারিদিক ধূলোমাখা।
~~~$~~~
কী যেন ঘুরঘুর করে ডাকে..?
আর কী যেন ঝমঝম করে ঝরে..?

সারাদিন আর সারা রাত
বাদলের ধারাপাত...।

প্রকৃতি নতুন সাজে-সাজে এই বরষায়,
সাদা বক উড়ে চলে দূর আকাশে।

গাছপালা সেজে ওঠে নতুনের পরশে।
জলে ভরে চারদিক করে টলমলে,
উঁচু নিচু খাল বিল ভরে যায়
ঘোলা জলে।

জর্জর গ্রীষ্ম যায় হারিয়ে,
বর্ষায় সাজে সবাই..........,
নতুনের বিস্ময়ে......।


~~MD. RIHAB