স্বপ্ন
স্বপ্ন তুমি কোথায় আজ
কোথায় হারিয়ে গেলে,
আজ পশ্চিমা দিগন্তে,
না কি উত্তরে হাওয়া তে,
উড়িয়ে গেলে না কি ঐ নীল আকাশে।
স্বপ্ন তুমি কোথায় আজ
দেখা দেও আমারে,
আমি ডাকি তোমায় আমি,
তুমি থাক দূরে।
তোমায় যখন ছুতেঁ চাই অদৃশ্য তুমি,
স্বপ্ন তুমি বড়ই অদ্ভুত,
অবাধ্য তোমার আচরণ।
স্বপ্ন তুমি কখন আসবে
আমার কুঁড়ে ঘরে।
আজ শুধু অপেক্ষা তুমি আসবে বলে
স্বপ্ন তোমায় আসতে হবে,
আমার কুঁড়ে ঘরে।
অসমাপ্ত আত্মলিপি
পি,কে
© Pk
কোথায় হারিয়ে গেলে,
আজ পশ্চিমা দিগন্তে,
না কি উত্তরে হাওয়া তে,
উড়িয়ে গেলে না কি ঐ নীল আকাশে।
স্বপ্ন তুমি কোথায় আজ
দেখা দেও আমারে,
আমি ডাকি তোমায় আমি,
তুমি থাক দূরে।
তোমায় যখন ছুতেঁ চাই অদৃশ্য তুমি,
স্বপ্ন তুমি বড়ই অদ্ভুত,
অবাধ্য তোমার আচরণ।
স্বপ্ন তুমি কখন আসবে
আমার কুঁড়ে ঘরে।
আজ শুধু অপেক্ষা তুমি আসবে বলে
স্বপ্ন তোমায় আসতে হবে,
আমার কুঁড়ে ঘরে।
অসমাপ্ত আত্মলিপি
পি,কে
© Pk