...

2 views

কাম ও কাম্য
পরিবর্তনের ধারায়
হোয়াইট হাউজে তখন
কৃষ্ণাঙ্গের বাস।
পুঁজিবাদের পুঁজির বাজারে
ভর্তুকির ভর্তা ও ভাজিতে
অস্থিরতার মহাত্রাস।
এসো সাম্যের গান গাই,
সবাই এক সাথে মিলে মিশে
সুখ-দুখে সমান ভাগ বসাই।
সেবার মহান ব্রতে
ত্যাগের মহিমায়
প্রত্যেকে প্রলুব্ধ হ‌ই
হিংসা-লোভ জলাঞ্জলি দিয়ে।
প্রযুক্তির পরিপূর্ণ প্রয়োগে
প্রত্যেকেই প্রাণ পেতে পারে
অনন্তকাল, কর্মে আর সৃজনশীলতায়।
মোহের পেছনে ছুটে
বড়জোর নিজ আয়ুকাল
এরপর সব শেষ, ঘৃণা আর অবজ্ঞায়
ত্যাজিবে সবাই।
সকল সমরাস্ত্র দিয়ে
ক্রোধের কঙ্কাল সাজাক
জাদুঘরে, ঘৃণা ভরে।
কাম হোক
কোমল কমলে।
প্রদর্শনী পরিত্যক্ত হোক
পতিত আলয়ে,
ধ্বংস হোক-
অন্যায়-অত্যাচার-অবিচার। (অতি সংক্ষিপ্ত)
রচনা: ১৪/১২/২০০৮
© আনোয়ার হোসেন জীবন