...

3 views

“যেদিন প্রথম আশিরনখ ভালবেসেছিলাম...”
যেদিন প্রথম আশিরনখ ভালবেসেছিলাম,
সেদিন থেকেই জানতাম তুই আমার নোস্,
হবিও না কোনোদিন।
আশার আলো দেখতে আমার ভালো লাগত খুব,
জানতাম তুই আমারই হয়ে থাকবি বুকের মাঝে;
কিন্তু সময় নিঠুর ভীষণ, কেড়েই নিয়েছে তোকে
আজকে যখন দেখি তোকে সুখের সমুদ্দুরে,
বিশ্বাস কর্ ক্লান্তিও নয়, শ্রান্তিও নয়,
সুখী আমিও হই—
যে সুখের বিন্দু থেকে অর্বুদ অবধিও...
আমিই কেবল জানি আমার ক্ষুদ্র নিমিত্তকে!
আজকে সবই স্মৃতির পাতায়, খুনসুটিরাও অতীত—
সুখের কোলাজ দুঃখ দিয়েই আমূল ভরানো!
তবুও সেসব স্মৃতির ভীড়ে একটি কথাই জাগে—
ভালো যেন থাকিস রে তুই অন্য সবার আগে!
©কৌস্তভ মণ্ডল


© The Prodigal Son