...

11 views

তাজা হৃদয়ের মতো...
বিপর্যয়ের সনে শান্তি-চুক্তি করিস নে যেন...
তাকে বল, "তুই" ভীষণরকম মামুলী...
শালিকের ঝগড়ার মতো মামুলী...

ডরাই না "তোর" অপরিকল্পিত আগ্রাসনে!
ঘামাই না মাথা "তোর" নিরঙ্কুশ নির্মমতায়...
স্বপ্নে বাঁচি না কুসুমাস্তীর্ণ বৈভবের...বিলাসের!

আমি প্রত্যুষে দেখেছিলেম,
গোত্রহীন আমার এ ঐশ্বরিক পৃথিবী...
আর ঠিক মধ্যিখানে তুমি কন্টকহীনা গোলাপ...
তাজা হৃদয়ের মতো প্রাণবন্ততায় অমলিন...

© #শ্রীবিগ্রহ