...

9 views

"মেয়ে" কোনো শব্দ নয়!
তার শরীরেও ক্লান্তি জমে,
নির্মলতা হয় জর্জর..!!
তার গভীরেও বিষাদ ছুঁয়ে ,
মুণ্ড হতে পাঁজর ..!!

তার ভুবনে আলোক সল্প,
তিমির ছায়ায় ভরা..!!
তার বিরহে জগৎ পীড়িত,
তৃষ্ণার্ত শিশুর ভেলা..!!

সে যে এক মাতৃরূপী পুষ্পমালা,
হার না মানা শব্দ..!!
যার স্বরূপ দেশের বিভোর গ্রামে,
তেজের ভার স্তব্ধ..!!

অসুর বধে যে ত্রিশূল ধরে,
সন্তান মুখে দুগ্ধ..!!
তার লীলা ভার বড়ই কঠিন,
"মেয়ে"নাম টাই সর্গ..!!