...

9 views

ভোজ
এ শুধু আমার গল্প নয়
তুমিও এর সাক্ষী হবে,
উত্তর আকাশে গিয়ে দাঁড়াবে;
এখনো ট্রেন বাঁশি বাজায়নি, অপেক্ষা করো।
আগুন এসে আমায় ঝলসাবে
আমি ছবির ফ্রেমে স্থান পাবো,
কত ফুল আসবে, সুগন্ধ ছড়াবে ;
অদৃষ্ট, সখের চেয়ারটার খেয়াল রেখো কিন্তু !
বাইরে থেকে কিছু পরিযায়ী লোক আসবে
অধিকারের হিসেবটা খুঁটিনাটি বুঝে নিতে,
জমি বেচে দশতলা ইমারত তুলতে ;
এরই মাঝে কত নাট্যশিল্পী –
খেলা দেখাবে, বিগত দিনের স্মৃতিচারণ করবে।
ওরা পালিয়েছিল দুর সীমানা ছাড়িয়ে,
বুড়ো ভামটার কাছে ঘেঁষেনি
হঠাৎ উড়ে এসে জুড়ে বসল,
সাধের ভোজ গিলতে গোগ্রাসে সবাই হাজির !

© soumik299