...

1 views

মনের কথা
প্রকাশ হোক এত আলো
ঘুচাবে যে মনের কালো
সুখ যেন এমন হয়-
সবার জন্য ভালো।
এমন দুঃখ যেন হয়না কারো-
সইতে না পারে,
হাসিঠাট্টা হোক মনভরে
অন্যকে ছোট না করে।
এমন বন্ধুর খুঁজে যাবে
যে অনুভূতির সাথী হবে।
ভালোবাসা যেন এমন হয়
হৃদয় দিয়ে হৃদয় বিনিময়,
জীবন মানে আসা যাওয়া
জীবন মানে জয় পরাজয়,
ধর্ম যেন অন্ধ না করে
মানুষ যে সবার উপরে,
মুক্তি যদি পেতে ইচ্ছা হয়
জন্ম যেন আর না হয়।।
Debabrata Deb©