...

6 views

বিশ্বাসের ঘাতক
বিশ্বাস করেছিল মানুষটা তোমাকে,

যাকে তুমি করেছিলে অবজ্ঞা,

অথৎ, কেন জানি মানুষটা

তোমায় করত খুব শ্রদ্ধা।

সেই কারণে বোধো হয় আবারো এসেছিল সে

করেছিল তোমায় বিশ্বাস,

তবুও তুমি তোমার সিদ্ধান্তে অনড়

করলে তারে তিরষ্কার।

হয়তো সেই কারণেই মানুষটিকে

...