সময় তো বয়েই যায়
#গণনাএকো
সময় আসে সময় যায় ,
ঘড়ির কাঁটা ঘুরে যায়,
টিক,টিক,শব্দটা প্রতিধ্বনিত হয়ে যায়,
কতো প্রহর কেটে যায়,
কতো ঘটনা ঘটে যায়,
সময়ের পাতায় সব কথা লেখা হয়ে যায়।
লেখা রয় মনের পাতায় স্মৃতি হয়ে,
রয়ে যায় হৃদয়ের মাঝে সময়ের স্মৃতি হয়ে,
সময় শুধুই এগিয়ে যায়,
একটি ঘটনা ঘটিয়ে আর একটি ঘটনার ঘন ঘটায়,...
সময় আসে সময় যায় ,
ঘড়ির কাঁটা ঘুরে যায়,
টিক,টিক,শব্দটা প্রতিধ্বনিত হয়ে যায়,
কতো প্রহর কেটে যায়,
কতো ঘটনা ঘটে যায়,
সময়ের পাতায় সব কথা লেখা হয়ে যায়।
লেখা রয় মনের পাতায় স্মৃতি হয়ে,
রয়ে যায় হৃদয়ের মাঝে সময়ের স্মৃতি হয়ে,
সময় শুধুই এগিয়ে যায়,
একটি ঘটনা ঘটিয়ে আর একটি ঘটনার ঘন ঘটায়,...