...

12 views

অঙ্গ খেলা
তুমি ওমন হেসেই থাকো
কান্না গুলো মুখ লোকায়, ঠোঁটের পরে
তুমি চোখে কাজল পরো
অশ্রুধারার প্লাবন রেখা, নিমজ্জিত অন্তরে।
চুলটা তোমার পরিপাটি
কালকে রাতে ওলোট পালোট একবারে
তুমি বলো "ভালো আছি"
অলিন্দটা ফুপিয়ে কাঁদে, লুকিয়ে থাকা অন্দরে।

জগৎ ভরা রঙ্গ মেলা
তোমার কঠিন অঙ্গ খেলা
জখম গুলোর জানান দেওয়া, আপন উপস্থিতি
যতই তুমি নজর সরাও
মিথ্যে সুখের আসর ভরাও
তোমার নিরুদ্দেশের চিঠি লিখছে পরিস্থিতি।

কাল হারিয়ে যাওয়ার মিছিলে
তুমিও জীবন খুঁজতে গিয়েছিলে।

© জিপ্`সি
২৫ শে সেপ্টেম্বর, ২০২০