...

4 views

বৃহনল্লা
বৃহন্নলা তুমি ।
তোমার শিষ্যত্ব গ্রহন করেছি।
তোমার অঙ্গভঙ্গনের প্রতিটা রেখা
দাগ কেটেছে মনে ।
প্রেমে পড়তেও বাঁধা দাওনি আমায়।

যতবার তোমার নিস্পলক কাজলঘেরা দৃষ্টি
আমার চোখে পড়েছে,
শরীর জুড়ে তোমার ব্যাপ্তি অনুভব করেছি।
আমার হাসি দেখে তুমি বলেছ,
"সখি, প্রেমে পড়লি নাকি।"
আমি আবারও হেসেছি । খুব হেসেছি।

যখন তোমার পায়ে ঘুঙুর বাজে
তার...