...

2 views

শূণ্য
আজ আবার কেমন নিজেকে শূণ্য মনে হচ্ছে জানো। মনে হচ্ছে কোনো এক অজানা শহরে আমার একার বসবাস। যেখানে একটি মানুষও আমার নয়। অবশ্য এখন কাউকে আপন ভাবতে ভয় হয় ভীষণ। পাছে কেউ শুকনো পাতার মতো এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমিটাকে খুব যত্নে কুড়িয়ে নিয়ে জ্বালিয়ে দেয় আবার !

তুমি যেদিন থেকে আমার স্বপ্ন ভাঙার আওয়াজ এড়িয়ে গেলে সেদিনই বুঝেছিলাম আমার স্বপ্ন দেখা অপরাধ।

রোজ রাতে ঐ দূর আকাশের তারাদের দিকে তাকিয়ে থাকি আর ভাবি কোন অপরাধে আমাকে আজ এই কঠিন শাস্তি পেতে হলো।

জানো তোমার মতো আমার একটা মানুষ নেই যে আমার ভেতরের আর্তনাদ শুনবে, এমন কেউ নেই যার কাছে আমার গুরুত্ব থাকবে ঠিক পৃথিবীর জল, বায়ু, মাটির মতো।
একজন নেই যে আমাকে মানিয়ে নেবে খুব সহজে, দেখতে চাইবে আমার চোখে হাসি!
শুধু যে জন আসে নিজের গুরুত্ব বজায় রাখার চেষ্টা করে। তারা কেউ বোঝেনি গুরুত্ব পেতে হলে গুরুত্ব দিতেও হয়।

আজকাল নিজেকে কেমন অসহায় লাগে জানো। আমি যে ভেতরে ভেতরে মরে যাচ্ছি কেউ টেরই পায় না। দিন দিন ফুরিয়ে যাচ্ছি সদ্য জ্বালানো সিগারেটের মতো। আমার মতো চঞ্চল স্বভাবের মানুষটা যে কেন চুপ হয়ে যাচ্ছে কেন হারিয়ে যাচ্ছি সবার থেকে কেউ জানতে চায় না।
আমার মনে হয় আমি সবার মাঝে থাকলেও যা না থাকলেও কিছু যায় আসে না।
আসলে নিজেকে শূণ্য অনুভব করার মতো অনুভূতি আর হয় না......
✍️রিম🙂