...

3 views

আলুরদম
দেশে এখন মহামারী
কাকে জানাও ভাই?
এই দেখোনা সরকার মোদের
আদেশ করে যায়।
থাকতে হবে ঘরের ভেতর
কেয়ামত যদিও আসে,
চিকিৎসা নাইরে দেশে
রোগ ছড়ায় বাতাসে।
বিদেশিদের মতো আমরা
পারবোনা চলাতে
লকডাউনে থাকো ঘরে
পরিবার একসাথে।
না হলে তো পিটার নাম
বাবাজি হবে পিঠে
হাত টা ভাংবে পা টা ভাংবে
রক্ত বেডশিটে!
তাতে আবার আরেক দশা
বৌ টার টেনশন
সরকারি আইন ভঙ্গ হলো
আরো ঘরের কোয়ালিশন।
তাইতো বলি ঘরে থাকো
ঘর ই উত্তম
পেনশন টেনশন টাকা পয়সা
সবি আলুরদম।

২৩/০৪/২০২০
© S. A. Marshal