...

2 views

সুন্দরী
পদ্মের ন্যায় সুন্দর তুমি
সুন্দর তব ও দুটি আঁখি।
মম লেখনির মাঝে না পারি বর্ণিতে
তব রুপোজ্যোতি।
সোনার বরণ দেহ খানি
শুভ্র পোশাকে ঢাকি।
শরু দুটি ঠোঁটে রেখেছো জড়ায়ে
মধুর মিষ্টি হাসি।
যতন করে ফুল ডোরে
বেঁধেছো করবী খানি।
তব মুখ পানে হায়
উদ্ভাসিত আজ সহস্র চন্দের জ্যোতি।
ললাটে তব নব উদ্ভাসিত
রয়েছে রক্ত রবি।
বক্ষের শোভা বাড়িয়েছে আজ
কন্ঠের হার খানি
কত না ভঙ্গিতে রয়েছো দাঁড়ায়ে
নির্বাক চোখে চাহি ।
© jayentimondal