...

30 views

The last bird
আমি এখন দূর অস্তাচলে
তাকিয়ে আছি।
বালচ নদীটির জলে-
লাল গোধূলির ছায়া।

ওপার থেকে কোন
বৌ কথা কও ডাকে,
ডাকে তার
দূর অতীতের মায়া।

সেই সব দিন হতে আমি
মরে গেছি,
আমার সব বৃন্ত থেকে
একে একে
যেন আমি ঝরে গেছি।

এখন এখানে কেবল
খুঁড়িয়ে চলেছে দিন,
বুড়িয়ে গেছে রং
প্রকৃতির,
এই পাখিটি বোধহয়
শেষ পাখি পৃথিবীর।

© Akbar husen2