...

4 views

রজনী
রজনী

যখন হলো সারা আমার সকল কথা
তবু রইলো যে মন মনে
গোপন আকুলতা,
খুঁজে বেড়াই খুঁজে না পাই
সহন করে চাপা ব্যাথা।
যখন ফুরালো সময়,হলো যাবার বেলা
আবার কেন এত ব্যকুলতা,
ভরে দেবো হিয়ায় ভালোবাসা
যখন খুলবে হৃদয় বলবে
লুকিয়ে রাখা কথা।
ব্যথিত হৃদয়ে আজ বাজে
আমার গান বেহাগ সুরে,
মিটবে সকল আশা
যখন শুনবে পদধ্বনি,
একবার ফিরে দেখো পরানখানি।
দেবব্রত দেব
© Debabrata Deb