...

18 views

ঢাকা
আমার প্রানের শহর কোটি প্রাণের শহর এই ঢাকা,
দুঃখ-বেদনা জীবন সংগ্রাম ও ভালোবাসার শহর ঢাকা,
অনেক হৃদয় ভেঙেছে এখানে আবার অনেক হৃদয় গড়েছে,
বাস্তবতার কঠিন করাঘাতে জীবন সংগ্রামের সাক্ষী এ শহর,
অথবা কোন রঙের দুনিয়ায় ভালোলাগার ফানুস এই শহর,
এখানে কেউ আমির কেউ গরিব অর্থের যোগ্যতায় ভালো থাকা যায়,
সুখ টাকা দিয়ে কেনা যায় না তবে ঢাকায় টাকা দিয়ে সব পাওয়া যায়,
ঢাকার বাতাসে মিশে আছে হাজার আর্তনাদ হাজার কষ্টের কান্না,
এখানে কেউ স্বপ্ন দেখতে আসে কারোটা দুঃস্বপ্ন কারো বা সুখ স্বপ্ন রয়ে যায়,
জীবনযাত্রায় পৃথিবীর আর দশটি শহরের মত না হলেও দেশের সেরা ঢাকা শহর,
এই শহরের বাতাসে মিশে আছে বিষ বিষাক্ত সিসা আর আবর্জনার স্তূপে টইটুম্বুর,
শহরের বাস স্কুটার পরিবহন অনেকটা মুড়ির টিন ঝনঝনিয়ে চলে কখনো খুলে খুলে পড়ে,
এই শহরে নেই কোন পঞ্চাশোর্ধ বিল্ডিং নেই কোন স্কাইস্ক্র্যাপার,
তবু আছে চার কোটি মানুষ আর তাদের চার কোটি স্বপ্ন,
আমার দেশের সেরা শহর ঢাকা সকল সুবিধা এখানে বিদ্যমান,
ঢাকার পোশাকের জুড়ি মেলা ভার লন্ডন প্যারিস এর মত এখানে পোশাক মেলে,
ঢাকার ঐতিহ্যবাহী খাবার সবচেয়ে বিখ্যাত আভিজাত্য স্বাদ রুচিতে তৃপ্তি মেলে,
ঢাকার জীবনযাত্রা অনেকটা এক্সপেন্সিভ অনেকটাই ইনসিকিউর,
মানুষ আসে এই শহরে কর্মের টানে বা পড়ালেখার কারণে,
সারা পৃথিবীর মেগা শহর ঢাকা শহর এর মত বিস্তৃত আর নেই,
সমীক্ষা মতে বসবাসের অযোগ্য ঢাকা নগরী আমার মতে বাঙালি আর কোথায় যাবে,
আমি ভালবাসি আমার ঢাকাকে হোক সে নোংরা হোক সে অনুন্নত,
সব স্মৃতি সব ভালোবাসা সব আনন্দ যে আমার ঢাকাকে ঘিরে,
আমি বারবার স্বপ্ন দেখেছি এই ঢাকা কে পাল্টে দেবো একদিন,
আমার মত অনেকে স্বপ্ন দেখে রাজধানীর উন্নয়নে কাজ করবে বলে,
আমার জেনারেশনে নিশ্চয়ই নিরাপদ আধুনিক ঢাকা কে খুঁজে পাবো,
শত সমস্যার মাঝে ঢাকায় নিম্নবিত্তদের চাহিদা বাড়ে কাজের সন্ধানে ঘুরে,
এ শহর কোন আরাম-আয়েশের জায়গা নয় বাস্তবতা এখানে কঠিন,
বাস্তবতা ঢাকার মানুষ কে অপরাধে জরায় অনেকে হিংসা বিবাদ এ মাতে,
অভাবের তাড়নায় অনেকের স্বভাব পাল্টে যায় তাই কেউ কেউ সমস্যায় পড়ে,
হ্যাঁ ঢাকা আজ সুস্থ নেই সুস্থ নেই এর মানুষজন খুব তাড়াতাড়ি তাই এখানে পরিবর্তন প্রয়োজন,
রাজধানী ঢাকা আমার অনেক ভালো লাগার স্থান,
উত্তরাতে কেটেছে আমার কলেজের জীবন কেটেছে আমার যৌবন,
সেই দিনগুলো আজও ভোলার নয় টাকা থাকলে ঢাকাতে অনেক কিছু হয়,
ঢাকার বিরিয়ানি আর টিক্কা নেহারি পৃথিবীর সব সেরা এতে কোন সন্দেহ নেই,
আমার ভালো লাগে ঢাকার মানুষের খাওয়া দাওয়া আতিথেয়তা,
ঐতিহ্যে ভরা নতুন ঢাকা আর পুরান ঢাকা,
নতুন ঢাকায় আধুনিকতার ছোঁয়া কিছুটা ছুয়েছে পুরান ঢাকায় তা বড়ই বেমানান,
যত কিছু যাই হোক বাঙালি বাংলাদেশের সেরা শহর এই ঢাকা,
ঢাকাকে ভালোবাসবো এর ভাল দিক গুলো নিয়ে থাকবো উন্নয়নের পাশে দাঁড়াবো,
আমার ঢাকা প্রাণের ঢাকা প্রেমের ঢাকা আমরা নিশ্চিত করবো এখানে ভালো থাকা।



© নাজমুস সাকিব অনিক