...

15 views

হতভাগা......(Wretched man)
নদীর পাড়ের বড় গাছের
আছে বড় পাতা।

দাদুর মাথায় বড় ছাতা।
নদীর ঘাঠে নৌকা বাধা।

বৃষ্টি হলে ভিজে পাতা,
বাতাস দিলে উরে ছাতা।

তাই দেখে তো নদীর মাঝি
নাচে তা-দিন-তা........

এখন যে তার টাক মাথা,
মাথার উপর নেই ছাতা।

পানির ভরে ভাঙে পরে,
বড় গাছের বড় পাতা।

নাচতে নাচতে চলে গেল দিনখানা,
মাঝির আয় আটানা................।

.......তাইতো বলি,
~~দাদা, মাঝি, বড় পাতা.....
তারা সবাই হতভাগা......

writer : md rihab©
© All Rights Reserved