...

1 views

মশা
ছোট্ট একটি প্রাণী
সবাই তাকে চিনি,
শুলে পরে বিছানায়
সারারাত গান গায়।
সবাই তাকে ভয় পায়
শক্তি তার বেশ,
কিন্তু এক থাপ্পড়েই শেষ।
কবিতা লিখতে যখন আমি
কলম নিলাম হাতে,
হাজার হাজার মশা তখন
আসলো সাথে সাথে।
কী আর করি অবশেষে
লেখি মশার ছড়া,
এই মশাই নষ্ট করে
ফিফটি পার্সেন্ট পড়া।
© আনোয়ার হোসেন জীবন