...

1 views

খাই খাই
খাই খাই
আইয়ুব খাঁন
১৩/১০/২১

খাই খাই খাই
সেই, সকাল থেকে সন্ধ্যে
খেয়ে চলেছি ভাই।
কখন যে বন্ধ হবে
তার সিমানা নাই।।

ভোরে উঠে একটু ছুটে
ঠাকুমার ভেজানোর সুক্তা জলে,
কাত সুকনো গলা ভিজিয়ে-
খাওয়া শুরু সেই সেখান থেকেই।

দিদি এসেছে বরকে নিয়ে
তা দেখে, পুকুরে জাল ফেলিয়ে,
রুই কাতলা চুনা পুটি ধরে-
বাবা...