...

1 views

খাই খাই
খাই খাই
আইয়ুব খাঁন
১৩/১০/২১

খাই খাই খাই
সেই, সকাল থেকে সন্ধ্যে
খেয়ে চলেছি ভাই।
কখন যে বন্ধ হবে
তার সিমানা নাই।।

ভোরে উঠে একটু ছুটে
ঠাকুমার ভেজানোর সুক্তা জলে,
কাত সুকনো গলা ভিজিয়ে-
খাওয়া শুরু সেই সেখান থেকেই।

দিদি এসেছে বরকে নিয়ে
তা দেখে, পুকুরে জাল ফেলিয়ে,
রুই কাতলা চুনা পুটি ধরে-
বাবা গেলেন পাঁঠার মাংস নিতে।

দুপুরে হবে চোব্য চোস্য
দই, ক্ষীর মালাই, আমসত্ব
জীভ লক লকিয়ে
মন ছট পটিয়ে
অপেক্ষা সয় না দ্বিপ্রহরের।

উকি ঝুঁকি মারি রান্না ঘরে,
কাজে হাত লাগায়ে
মা'কে তোয়াজ করে,
দুপিস মাছ ভাজা কড়মড়িয়ে,
শাকভাজা খাই বাটি ভরে।

জারে ছিল আমের ডোলা-
দিদিকে দেবার পেলাম বাহানা,
একমুষ্টি নিলাম তাহা-
চুসতে চুসতে পুকুরে ডোবা।

এভাবেই দুপুর বিকেল সন্ধ্যা-
খাই দাই গাই,
জামাই এলেই একটু বেশী পাই-
বাঙালিয়ানা ভুরিভোজটা তাই।

সমাপ্ত

© All Rights Reserved