...

6 views

প্রদীপ
কলমে: দেবব্রত দেব

প্রদীপ

মনের প্রদীপ তুমি জ্বেলে দিলে
গোধূলিতে
পূজার ব্রত যতনে অন্তরে
ভরে দিলাম অঞ্জলী হৃদয়ে
তুমি আলোকিত হলে
আমার দেবালয়ে।

তুমি পবিত্র
তোমার প্রতিবিম্ব কোন আকাশে
কেন আড়ালে
তোমায় যে খুঁজি মন্দিরে।

বুকে টেনে নিয়েছি
হৃদয়ে বেঁধে নিয়েছি
বাঁধিও না মোরে
যদি ধরে রাখি
নিভৃতে মরমে,
আমি যে বেসেছি ভালো
আমার আঁধার শেষে ।।
Debabrata Deb
,*****************************