...

2 views

রাতের রূঢ়তা
নীলচে নিরালা চারকোল মেখে
গুটিগুটি পায়ে রাত রাতারাতি ঘরে আসে –
অনাহুত অতিথির প্রেতাত্মার মতো পরবাসে,
শীর্ণ গলাহীন স্বরে বলে, "ব্যথা কেন বুকে?"

মিথ্যে বই তো না, কে জানে কোন্ অর্কিড
কাত হয়ে পড়ে ক্লান্ত ঈগলের মতো করে !
কে জানে কোন্ চুপিসারে হোগলার ঝাড়ে
বাঁশবাগানে গড়িতেছে কেউ মৃতদের পিরামিড !

তবু রাত মুখোশ পরায় পৃথিবীর 'পরে –
শূন্যময় নক্ষত্রের গতিকে বিবস্ত্র করে।
তবু মোরে জীবিত মমির মতো বশীভূত করে
রাত যত ধূপের ধুমের ন্যায় বাড়ে,
হৃদয়ে বিষাদ ঢেলে মোর গলা চেপে ধরে ;
অন্ধকারে নরকের এক শরীক হতে সাধ করে।


© soumik299