...

2 views

ধ্রুবতারা
মিটিমিটি হাসে যারা–
তারা ধ্রুবতারা,
দূরে থেকে কাছে যারা;
সাদা ধ্রুবতারা !
কেন আমি সময়ে আসীন হয়ে যাই ?
ওকে দেখে কানা ডালে কেন হাত রেখে ;
জোয়ারের মতো টানে কোনো বাউন্ডুলে –
শৈশবে ঘুরে আসি : চাঁপা ফুল তুলে !
নীল চোখ ছানা ঘোড়া ;
সাধে ধ্রুবতারা?
নৈশবাতির সাড়া –
চোখে পড়ে ধ্রুবতারা।
কেন এত অগোছালো কালো স্মৃতিগুলো ?
ওকে বলে রাখা আছে অনূদিত গীতে
শহরের ছাদ ঘুরে আবাসিক বুড়ো হলে –
জাহাজের ডেকে নয়, এসো ঘরে – মাস্তুলে।
অস্ত নেয়না যারা
অকঠোর ধ্রুবতারা ;
রাতের অন্তরালে –
মহাকবিদের মতো
জীবনকে শিরোনাম দিও।


© soumik299