আত্মবিশ্বাস
আগে বেড়ে যাও, দেখবে না ফিরে কখনো
নদীর স্রোতের মতো আগে বেড়ে যাও।
আনন্দের বৃষ্টি, নিয়ে আসবে বান
নিজের প্ৰতিভা দ্বারা, নিয়ে আসো ঘরে শান।
আগে বেড়ে যাও, দেখবে না ফিরে কখনো
নদীর স্রোতের মতো আগে বেড়ে যাও।
দুঃখের সময় কাউকে সামনে পাবে না...
নদীর স্রোতের মতো আগে বেড়ে যাও।
আনন্দের বৃষ্টি, নিয়ে আসবে বান
নিজের প্ৰতিভা দ্বারা, নিয়ে আসো ঘরে শান।
আগে বেড়ে যাও, দেখবে না ফিরে কখনো
নদীর স্রোতের মতো আগে বেড়ে যাও।
দুঃখের সময় কাউকে সামনে পাবে না...