...

1 views

করোনার মরন গাঁথা
মানুষ মানুষের জন্য
কথাটি শুনতেই ভেসে উঠে মানবতার ছবি
এই শব্দের আবেগ বেঁচে থাকার
এক অনন্য উচ্চকিত সাহসের দাবি।

পত্রিকার সংবাদ করোনা আত্রান্ত রোগী
মারা গেছে, চারজন প্রায় এক সাথে,
তাদেরকে এক রশিতে বেধে নামাচ্ছে
কবর নামের গর্তে।

করোনা মানুষকে করেছে পর
ধর্মকে করেছে অবিশ্বাস্য এক পুঁথি মাত্র,
মানুষ ছিলোনা যতটা মন্দ
তারচে এখন মহামরি বানিয়েছে স্বার্থান্ধ।

সামাজিক দূরত্বে মানুষ ভাবছে
কেউ কারো না, এযে করোনার সর্বনাশ,
লকডাউন মহা সংকটের চিত্র
বিশ্ব গহব্বরে মৃতের লাশ আর লাশ।

করোনা ক্রসে যাচ্ছে জীবন
চতুর্দিকে অর্থ আর খাদ্য সংকট বাড়ছে,
দেশের মানুষ আহ্ যে মরন পাড়ে
ধুকধূকে শব যাত্রার মিলনে এগুচ্ছে।

সম্পর্কহীন শোকের গাঁথা উড়ছে
নাই কোথাও কোন উৎসব,নাই মেহমানি,
পরম আত্মিয়ের মুখখানিও
ঢাকা হামেসাই, এ দুঃখ প্রাণে সয়নি!

শাহ্ বোরহান মেহেদী
লেখা শনিবার দুপুর। পাইকসা।
১৮/০৪/২০২০