...

4 views

মন খারাপি চিঠি
নিয়মমাফিক বিকেল গড়ায়, সন্ধ্যা নামে

মন খারাপি চিঠি আসে আঁধারখামে

হিমেল সন্ধ্যা জমাট বাঁধে খোলা জানলায়

জানিনা কে বা কারা এমন চিঠি পাঠায়...

এই অসময়ে হঠাৎ করে কেনই বা আসে?

অযথা আমার শখের কলম বিষন্নতায় ভাসে

দাঁড়িয়ে দেখি এই শহরের লাশ কালোয় মোড়া

পরক্ষণেই মনে হয় সবই জীবিত শুধু আমি ছাড়া

পরিচিত ডাকনাম ফিরে ফিরে আসে কবিতার পাতায়

জীবন চলেছে, জীবন চলে শুধু কারা যেন হারিয়ে যায়...
© তমাল