...

8 views

ভেড়া
ভেড়া
আনোয়ার হোসেন জীবন
০৪/০১/১৯৯৫

হায়রে ভেড়া!
থেকে গেলি
চিরকালই ভেড়া।
মানুষ তোরে পালন করে
তাইতে তুই সুখী?
জানিস নে তো মানুষের
চিন্তা বহুমুখী।
যতদিন তুই বাচ্চা দিবি
দিবি আরো দুগ্ধ,
ততদিন‌ই তোর ব্যাপারে
থাকবে মানুষ মুগ্ধ।
শেষ হলে পর করবে জবাই
রাঁধবে রকমারি,
হাড়গুলিও ফেলবে না তোর
রাঁধবে যে নেহারী।
চামড়াটারে সাইজ করে
কতকিছুই তৈরি করে,
পোশাক বানায় পশম দিয়ে
রূপ দেখে তার নয়ন ভরে।
মানুষ রূপি ভেড়া গুলো
এবার জেগে উঠ,
ব্যবহারের বস্তু থেকে
ঊর্ধ্বমুখী ছুট।