...

1 views

ইচ্ছা
কলমে: দেবব্রত দেব

ইচ্ছা
জীবনের প্রতি স্পন্দনে
আসে ফিরে-আশা
কখন নিরাশা কিবা হতাশা,
আলো আর অন্ধকারের মাঝে
খুঁজে নিতে হয়,
একটু খুশি আর ভালোবাসা।
বাঁচার উপায় লুকিয়ে আছে
যদি দাও হৃদয় বিলিয়ে,
এক মুঠো আস্থা
ভরসা পাবে বিনিময়ে।
তবে কেনো মিছে-
এত বিদ্বেষ এত হিংস্রতা
ভালোবাসার হাতের স্পর্শে
পৃথিবী কতবার বদলেছে।
চলো অন্ধকার থেকে
ছুটি আলোর সন্ধানে
এক সুরে এক তানে
বাঁধব একে অন্যকে
আনন্দে জীবনের প্রাঙ্গণে।
---------------------------------
দেবব্রত দেব