অজানা সমাজব্যবস্থা
আমি সত্যিই বদলে গেছি
অনেক স্বার্থপর হয়ে গেছি আমি
হেরে গেছি জীবনের কাছে
মানুষের তৈরী করা সমাজব্যবস্থা
হারিয়ে ফেলেছে আমাকে
কীসের সমাজব্যবস্থা এটা?
মানুষ সুন্দরভাবে-স্বাধীনভাবে
বাঁচতে তৈরী করেছে এই সমাজব্যবস্থা
তবে কেনো একটা কথা বলতে
মানুষকে ভাবতে হয় শতবার
কেনো তার ইচ্ছে পূরণ করতে
পারে না এই সমাজে থেকে
কেনো স্বাধীনভাবে চলতে পারে না
কেনো তার ভুল কাজ গুলোকে
ধিকার করে সবাই
সত্যিই আমি মুখসের আড়ালে থাকা
সমাজব্যবস্থাকে বুঝতে পারিনি এখনো
© story and poem
অনেক স্বার্থপর হয়ে গেছি আমি
হেরে গেছি জীবনের কাছে
মানুষের তৈরী করা সমাজব্যবস্থা
হারিয়ে ফেলেছে আমাকে
কীসের সমাজব্যবস্থা এটা?
মানুষ সুন্দরভাবে-স্বাধীনভাবে
বাঁচতে তৈরী করেছে এই সমাজব্যবস্থা
তবে কেনো একটা কথা বলতে
মানুষকে ভাবতে হয় শতবার
কেনো তার ইচ্ছে পূরণ করতে
পারে না এই সমাজে থেকে
কেনো স্বাধীনভাবে চলতে পারে না
কেনো তার ভুল কাজ গুলোকে
ধিকার করে সবাই
সত্যিই আমি মুখসের আড়ালে থাকা
সমাজব্যবস্থাকে বুঝতে পারিনি এখনো
© story and poem