...

3 views

কবিতা: ফিরে দেখা।
কবিতা: ফিরে দেখা।

ছোট্টো ঘর খানি
একা বেঁচে থাকা
কত ছিল আনা গোনা
কখনো মায়ের হাত ধরে
কখনো একা একা।
কত যত্ম কত পাওয়া
কত ব্যাঞ্জন রান্না বান্না
নিরামিশ সব‌ই তার
আমি যত প্রিয়‌ই
হ‌ই না মাসিমার,
আমিষ চলবেনা যে
লোকে কি বলবে
বাল্য বিধবার ঘর!
তবে বিছানায় পড়ল যখন
সে লোকেরা দেয়নি সেবা
আমিই গিয়ে আয়া রেখে
পাঠিয়েছিলাম লোকান্তর ।
কতদিন পর মনে পড়ল আবার
পূরোন আলমারি ঝেড়ে
পেলাম যখন একদিন সযত্মে রাখা
15 পয়সার পোষ্টকার্ডে লেখা
আমার প্রিয় শয্যাশায়ী
মাসির খবর।
**KRN**
27.06.2024.T
Writco:30.06.2024
© Don't KR