...

2 views

কবিতা: আমার কাল বৈশাখী।
কবিতা: আমার কাল বৈশাখী।

তখন ছোট্ট আমি, কেবল ছিলাম ভয়ার্ত
অসহায়া মায়ের অসহায় ছেলে
কবিতার কথা আসেনি মনে
যখন নৃসংশ কালো মেঘের ঝড়
আমাদের কুঁড়ের মাথাখান ডাকাতি
করে নিয়ে গেল চোখের সামনে দিয়ে
আমাদের নিরূপায় নি:সহায় বানিয়ে,
আজ দেখি কবিতা তৈরি হয়েই ছিল
অলক্ষে যখন মা শাড়ির খুঁট দিয়ে
চোখের বৃষ্টি ঝেঁটিয়েছিল ।
আজ তাই বাইরে এল
এতকাল পরে ,
মা কবেই আপন ঘরে
আর আমি পাকা ঘরে
বসে দেখি সেই কালি মেঘ
কাঁচের জানালা দিয়ে নিরুদ্বেগে
তবে চোখ ঝাপসা পূরনো আবেগে।।

**KRN**
09.04.2023.R
Writco: 27.04.2024