...

2 views

জীবন নদী
জীবনের সব ক্ষোভ ভুলে, হোগলা আর বুনো ঘাস বনের আড়ালে
রৌদ্রের ব্যাথার সাথে নিভে গেলে।
জোছনার সোহাগ ছোঁয়ায়
ঘামের দাম না পাওয়া শরীরটাও শুধু একটা আশ্রয় চায়।
সব ব্যাথা যায় ভুলে, তারা যখন আলো জ্বেলে,
ঘুমপাড়ানি গান গায়।
গাছের পাতা একটু নড়ে চড়ে
তারপর ঘুমিয়ে পড়ে
অন্ধকারে কোলে, ...