...

4 views

প্রিয় ভাই ❤️😘
প্রিয় ভাই,
আমার রাখীর হাতের বাঁধন তুই
ভাই ফোঁটা - র কপালে চন্দন তুই ।
আমার ঝগড়ার ষোলো আনা তুই
আমার পূর্ণিমার আকাশের চাঁদ তুই।
আমার জীবনে আসা খুশির ছটা তুই
শীতের গায়ে মাখা সূর্যের কিরণ তুই।
আমার ঠোঁটের কোণে লুকনো হাসি তুই
আমার দারা সিং জীবনে Mr. Bean তুই।
আমার অন্ধকারের রাত্রে জোনাকি তুই
আমি চুটকি তো আমার রাজু তুই...