...

3 views

প্রতিবাদ
---প্রতিবাদ---
কলমে-রশ্মিতা দাস

লৌহবেড়ির নিষ্পেষিত
রক্তাক্ত প্রাণ,
টাকার অঙ্কে সওদা হত
নিকেষ করে মান।
আমেরিকার বুকে
ক্রীতদাসের ভেজা রক্ত,
গদি কত করত নরম
হিসাব করা শক্ত।
বর্বরতার আদিমতা
পিশাচবেদীর ফুলে,
অশ্রু নিয়ে মহোৎসবের
বিষাদগাঁথা বলে।

নীলচাষিদের জীবনদাহের
আত্মাহুতির পুঁজি,
নীলকরদের টাকার খাদান,
এবং রুটিরুজি।
দুইটি টাকা দাদন দিয়ে
জীবন কেনাবেচা,
লোভের খাঁচায় কয়েদ হত
মরা এবং বাঁচা।
মা বোনেদের ইজ্জত নিয়ে
চলত পুতুলখেলা,
রক্তের নীলে মাটির বুকে
স্তব্ধ কথা বলা।

সাদা থানের ভাঁজে
কত নারীর অশ্রুগাঁথা,
আমৃত্যু চাতক হিয়ায়
লিখেছে জীবনকথা।
স্বামীর চিতায় দেহ ছুঁড়ে
অলীক পুণ্যলাভে,
খোল করতালে জুগিয়েছে প্রাণ...