রাই
রাই
শ্রী রাজু গরাই ১৬ই সেপ্টেম্বর ২০২৪
আঁখি দুটি চেয়ে রয় ঐ আঁখির পানে,
মুগ্ধ হৃদয় তোমার ক'রে পরশরাগের টানে।
হাসির ছটাই বুকের নদীর ঢেউ ওঠে ঘাটে
মাধবী লতায় দুলছে কুঁড়ি হাওয়ার নাটে।
জীবনমূলে বেজেছে ছন্দ ভরেছে নতুন সুর
অধরের টানে অধর খানি সেজেছে সুমধুর।
চুলের খোঁপা বুকের প'রে সোহাগনদীর মাঝারে
যোজন দূরে থাকলেও অন্তর অনুভবে তোমারে।
প্রাণ পেয়েছে সুরের বীণায় গুন গুন করে ছন্দে
অন্তঃকরণ লভিনু যে ছোঁয়ায় আত্মনিবেদন আনন্দে।
© কলমে...শ্রী রাজু গরাই
#WritcoQuote #writco #writerRajuGarai #poem #Heart #love #prem
শ্রী রাজু গরাই ১৬ই সেপ্টেম্বর ২০২৪
আঁখি দুটি চেয়ে রয় ঐ আঁখির পানে,
মুগ্ধ হৃদয় তোমার ক'রে পরশরাগের টানে।
হাসির ছটাই বুকের নদীর ঢেউ ওঠে ঘাটে
মাধবী লতায় দুলছে কুঁড়ি হাওয়ার নাটে।
জীবনমূলে বেজেছে ছন্দ ভরেছে নতুন সুর
অধরের টানে অধর খানি সেজেছে সুমধুর।
চুলের খোঁপা বুকের প'রে সোহাগনদীর মাঝারে
যোজন দূরে থাকলেও অন্তর অনুভবে তোমারে।
প্রাণ পেয়েছে সুরের বীণায় গুন গুন করে ছন্দে
অন্তঃকরণ লভিনু যে ছোঁয়ায় আত্মনিবেদন আনন্দে।
© কলমে...শ্রী রাজু গরাই
#WritcoQuote #writco #writerRajuGarai #poem #Heart #love #prem