...

4 views

শুভ নারী দিবস❤️
জন্মের আগে যত ভালোবাসা
তারপরেই তুমি হলে বোঝা
আর ছোটবেলার অবহেলায় নিজেকে হারিয়ে
আজ বড় হয়ে শুধু সবার মাঝে নিজেকে খোঁজা
থাকে যদি ছেলে বন্ধু তার পরনে ছোট পোশাক
তবে তুমি চরিত্রহীন আর হাসির খোরাক
গা ঢাকা বস্ত্রে তুমি নয়কো আধুনিক।
পড়াশোনা তুমি যতই ভালোবাসো
বিয়েটাও তো তুমি করতে পারো?
বিয়ের পর চাকরি? ঠিক আছে বেশ তো
কিন্তু তোমাকেই সামলাতে হবে তোমার ঘরের রেঁস্তো।
ব্যাস অনেক হলো এইসবের মাঝখানে ভেবে দেখো তুমি আজ কই
তুমি ঘুরে দাঁড়াও যুদ্ধ করো আর সবার মাঝে ছড়িয়ে দাও তোমার জয়ের এক মুঠো খই।
কারণ তুমি দূর্গা তুমিই কালী
তুমি শক্তি তুমি যে নারী।

-ইতি সুহেনা




© suhena