...

7 views

দিবাস্বপ্ন
পাতালপুরীর অচলায়তন শূন্য করে
সাধ জাগে বন কিনারে ঘর বান্দি,
ভ্রমর বেশে মধুর দেশে চেখে আসি
প্রাণ পড়শি জুঁই সরসের শ্বেত চান্দি।

লালনের একতারা ডাকে মন ময়নারে–
সেই ঘরে রিবে সুরজ দেবের ঝাড়বাতি ;
অঙ্গনে আঁকা আল্পনা, দেয়ালে মেদুর মাটি
দ্বারকিনারে তুলসীর ধারে ভাতিবে সাঁঝবাতি।

প্রাতে গান বাঁধিবে দোয়েল-কোকিল-বুলবুলি,
বেড়া বেয়ে যাবে আকুল বকুল মঞ্জরী,
কচুপাতায় ভর করিবে কীট পতঙের সারি ;
নয়ানজুলিতে মরালের স্নান দিবে নয়ন জুড়ি।

স্মরিতে প্রবৃতে ভাঙা পড়ে দিবাস্বপ্ন !
মায়ামৃগ বৃথা অকূল পাথার পাড়িতে,
পুনম চাঁদটি হইল সোনার পাথরবাটি;
কোথা গেল তরী, কাঙালের ঘর হ'তে ?


© soumik299