...

1 views

প্রজাপতি
হাওয়ায় , হাওয়ায়
উড়ি মোরা
বাতাসের সাথে গতি,
ফুলে , ফুলে
ঘুরি মোরা
আমরা প্রজাপতি।
রঙ্গিন , রঙ্গিন
ডানা নিয়ে
খেলি রঙের খেলা
উড়ে , উড়ে ঘুরে বেড়াই
কেটে যায় বেলা।
ঘাসে , ঘাসে
দোলায় মাথা
আমরা আকাশে
চুপি , চুপি
কথা বলি
শুনছে বাতাসে।
কথা বলি