...

9 views

তোমার ছায়া
জানি তুমি ছিলে না কোনোদিন ;
তবুও তোমায় পাওয়ার নেশায় বুঁদ হয়ে খুঁজেছি চিরদিন !
দিশেহারা মন তোমার জন্য পথ বানিয়েছে তোমার পথেই -
জলছবি এঁকে চলে যাও তুমি রোজমেলান্তির ওই পথেই !
আমি খুঁজে ফিরি তোমার ছায়া -
আমি খুঁজে ফিরি তোমার গন্ধ ,
কখন যেন সূর্য ঘুমিয়ে পড়ে, হয় না ছোঁয়া তোমার ছায়া !
আমি ব্যর্থ হই প্রতিটাবার তোমায় খুঁজতে গিয়ে ;
আমার ছায়া মাড়িয়ে চলে যাও তুমি
পারোনা আমায় চিনতে.....
© Taan💙