...

1 views

অভিমানী
হাঁটছি তোমার পিছু পিছু;
হাঁটছো তুমি খানিক আগে,
ডাকতে ডাকতে শুকায় গলা -
সাড়া দিতে নারাজ রাগে।
তোমার স্মৃতি শুধুই তিতো
আমারগুলোই মধুর কেনো!
আমার জমা দোষের পাহাড়
তুমি বরং কাব্য হয়ো।
আমার কি-প্যাড রি-ডায়ালে,
‘ব্যস্ত আছেন! ব্যস্ত আছেন!’
নাছোড় বান্দি যন্ত্র...