...

1 views

পরমের সুখনববর্ষের এইটুকো শান্তি!
পরমের সুখ
নববর্ষের এইটুকো শান্তি!
_________________
ভাবছি ত্ ভাবছি
জীবনটা ফুরিয়ে যাচ্ছে,
পঞ্জিকার পাতা ঘুড়ে
সেই বার্তাই দিচ্ছে।

মনটা দমছে কি!
মোটেই না, দমছে দেহ,
বয়স কবে বাড়ছে
বুঝিনি এটাও কেহ।

গেলো চৈত্র, গোলো
এলো ১লা বৈশাখ-এলো,
এইত্ নিয়ম পুঞ্জিতে
ষোলআনাই, গেলো!

কখনো বুঝিনি ত্
কোথায় হারালো কৈশর,
কই হারালাম যৌবন
এখন শূন্যে গুণি কর।

বড়ছে অন্তর দাহ্
কি আনন্দে কাটছে এখন,
এখন কি আমি সেই
মরদ বেটার পূর্ণমন!

নিরবে কাঁদছে আশা
বসন্ত এলেও, নেইযে দিশা,
আহ্ চোটে ফাটছে
এজীবনের যত নিশা!

বুঝিছি ত্ বুঝিছি ত্
প্রাণ আছে-পাথর খোলসে,
এই অবুঝ অন্তরটা
সদা মরে, দীর্ঘ শ্বাসে।

এইত্ রীতি এই ত্
নীতি-চলছি নিত্য ভাটিতে,
কেউ পারছেনা বাঁধতে
এপরমের সুখ বাঁচাতে!
____________________
শাহ্ বোরহান মেহেদী
লেখা ১৪।০৪।২০২০ রাত ৮.৩০
মঙ্গলবার। ঘোড়াশাল--