...

5 views

খুলে দাও বাহুডোর
খুলে দাও বাহু ডোর
জীবনে বহু বার বোঝাতে
চেয়েছি তোমায়
বোঝোনি তো তুমি তা।
তবে আজ ই যাবার বেলায়
কেন করিছো তুমি
এতো হাহাকার।
যে লেখনি হয়েছে লেখা
মম রক্ত দিয়া।
পারিবেনা তুমি মুছিতে সে লেখা
তোমার অশ্রু দিয়া।
সময়ের শ্রোতে চলিয়াছি ভেসে
থামি বার নাই কোন পথ।
তাই মায়া জালে আর
বেঁধো না আমায় , ছেড়ে দাও মোর হাত।
নিয়মের ফেরে যদি ফিরিতে হয় মোরে
কথা দিলাম তোরে
তব আঙ্গিনায় ফিরিবো আমি
আবার নতুন করে।
© jayentimondal