...

15 views

তালাশ
বিজন প্রদেশে, মরু, অরন্যে,
সাগরের গহীনের শুন্যতায়
তোমার তালাস এক দৃশ্য ছোঁয়া
ঐশ্বরিক আরগ্য কৃপায়।

প্রশান্ত সুখ আগে কি পেয়েছে,
তোমায় যারা সাগ্রহে গ্রহণ করেছে?
তাঁদের রয়েছে তোমার রাসুলে পথপ্রদর্শন
উম্মাহ ও দেশ দেশান্তরে, তার প্রেমের বিচরন।

আরশে রব করেছেন তার সাধনা পূরণ,
অন্ধকার সরে তার নূরে জাহান রৌশন
সুশ্রী, মঞ্জুল, সুন্দর যার ব্যবহার ,
দুরুদ জানাই তার প্রতি আরো তাহার পরিবার।

জানিতে কিছু না পারি তাই যাই অনুসন্ধানে
মহা গুণিজন বলে আমায় শুনো হে স্বজ্ঞানে
চিনে নাও তোমার হৃদয়টাকে আর সেই অন্দর আত্মা
কাহার এসব...