...

15 views

তালাশ
বিজন প্রদেশে, মরু, অরন্যে,
সাগরের গহীনের শুন্যতায়
তোমার তালাস এক দৃশ্য ছোঁয়া
ঐশ্বরিক আরগ্য কৃপায়।

প্রশান্ত সুখ আগে কি পেয়েছে,
তোমায় যারা সাগ্রহে গ্রহণ করেছে?
তাঁদের রয়েছে তোমার রাসুলে পথপ্রদর্শন
উম্মাহ ও দেশ দেশান্তরে, তার প্রেমের বিচরন।

আরশে রব করেছেন তার সাধনা পূরণ,
অন্ধকার সরে তার নূরে জাহান রৌশন
সুশ্রী, মঞ্জুল, সুন্দর যার ব্যবহার ,
দুরুদ জানাই তার প্রতি আরো তাহার পরিবার।

জানিতে কিছু না পারি তাই যাই অনুসন্ধানে
মহা গুণিজন বলে আমায় শুনো হে স্বজ্ঞানে
চিনে নাও তোমার হৃদয়টাকে আর সেই অন্দর আত্মা
কাহার এসব সৃষ্টি এবং কোন দিকে তোমার যাত্রা
আসমান ও জমিনে দেখো সবিই প্রমাণিত
তোমার পথের চারিপাশে দেখো সবিই বিস্তৃত
একটু থেমে ভেবে দেখো পাখিরা যায় গগনে
আবার গৃহে ভেতর থাকার গুলো পারেনা উড়িতে যতনে।

আর বলিলো:
যথেষ্ট মোর রব সুমহান
তিনি ছাড়া নেই আর মহান
মুহাম্মদের ঐ রৌশন
আল্লাহ এক ই মেহেরবান

ভালবসা তার প্রতি
এই জ্ঞান নিয়ে উন্নতি
হৃদয়ের সহিত স্রষ্টা যে
চেনো ক্ষমাকারি কে

দরকার মোর রাসুলের জ্ঞান
সাথে আল্লাহর দান
সব নিয়ে চালিয়ে যাই
সেটাই হয় মোর পরিত্রাণ।

আমি যে পথহারা,
আমি সব কিছু হারা
এখন তোমায় প্রয়োজন,
তোমারি দিকে যাওয়া।

তোমাকে খুঁজি, কোথায় পেতে পারি?
বিশাল ভুবনে আমি অসহায় একজনা
ডুবে মোর সব আমি নিশ্চিহ্ন
নিয়ে যাও হে প্রভু আমায় কিনারায়

ডুবে মোর সবিই আমি নিশ্চিহ্ন
নিয়ে যাও হে প্রভু আমায় কিনারায়।
ডুবে মোর সবিই আমি নিশ্চিহ্ন
নিয়ে যাও হে প্রভু আমায় কিনারায়।

এস এ মার্শাল
২৬/০৪/২০২০
© S. A. Marshal