...

3 views

দৌড়
একলা একা ঘুরছি বনে
নাচছি তা-ধিন ধিন
হঠাৎ করে সময় বলে
কেটে গেছে দিন।
সন্ধ্যে তো প্রায় নেমে এলো
আঁধার চারিদিকে,
দূর প্রান্তে একটুখানি
দেখায় ফিঁকে ফিঁকে।
হালুম , হালুম শব্দ শুনি
এই যে দেখি বাঘ
প্রানটি আমার নেই যে সাথে
শুনে বাঘের ডাক।
ছুট লাগালাম সামনে আমি
চাইনি ফিরে পিছু
মনরে বলি দে দৌড় ভাই,
ভাবিস নারে কিছু।
ভাগ্য ভালো গেলাম বেঁচে
বাঘ থেকে বড্ড জোর,
দাঁড়িয়ে না থেকে আমি
যদি না দিতাম দৌড়।