নির্ঘুম
বিদ্ধস্ত গ্রাম, তবু নদী ছিল নদী আছে...
অযাচিত সভ্যতার অহেতুক ছন্দপতন,
ঠিক বুঝিনা ঐ উল্লাসিক আগুনে মৃত্যুটা ঠিক কতবার !!
চিতার জলন্ত অঙ্গারেও কি নান্দনিকতা সম্ভব ??
প্রশ্নের কক্ষপথে আহ্নিক...
অযাচিত সভ্যতার অহেতুক ছন্দপতন,
ঠিক বুঝিনা ঐ উল্লাসিক আগুনে মৃত্যুটা ঠিক কতবার !!
চিতার জলন্ত অঙ্গারেও কি নান্দনিকতা সম্ভব ??
প্রশ্নের কক্ষপথে আহ্নিক...