...

5 views

শৈশব

🌿 শৈশব 🌿

বন্ধুরা সব হারিয়ে গেল যন্ত্র কাজের ভিড়ে,
পাইনা খুঁজে খেলার মাঠের সবুজ ঘাসের নীড়ে ।
অল্প আলো কল্প বেলা , ধূলোর ছোটাছুটি ,
সন্ধেবেলাও ফুটতো আলো আঁধার খানি টুটি ।
কোথায় গেল রং বেরঙের লাটাই ঘুড়ির সুতো __
এখন তো সব স্তব্ধ লাগে - ঠিক অচেনা মতো ।
আসবে ফিরে আরকি বল স্কুল ছুটির ওই ঘন্টা ,
ফেরার পথে খেলার মাঠে উঠতো নেচে মনটা ।

হারিয়ে গেল ধারাপাত আর অ,আ,ক,খ, বই --
অংক কষা বিজ্ঞানেতে মন খারাপে র ই ,
লুকিচুরি খেলার মাঝে হারিয়ে গেল সব ,
গলির মোড়ে এখন শুধু নীরব কলরব ।
বেড়াই আমি আজও ঘুরে স্বপ্ন উড়ান চেপে --
স্মৃতির মাঝে হারিয়ে যাই দেখি না কো মেপে ।।

চলনা ফিরে আবার সবাই লুকোচুরি খেলায় --
হাসি - গান আর গল্প - মজায় কাটবে সারা বেলা ।
সারাদিনের ছোটাছুটি , মায়ের মুখের বকা ,
এসব কবে হারিয়ে গেল -এখন লাগে একা ।
সন্ধ্যা বেলার গল্প আসর --ঠাম্মার মুখের বুলি ,
চোখ জুড়োত ঘুম রাজ্যে __ছোট দুচোখ জুড়ি ।
আসুক ফিরে ট্রেন গাড়িতে ছেলেবেলার দিন,
ছেলেবেলার স্মৃতি গুলো সবসময় রঙ্গিন ।।

__________✍️ইন্দ্রাণী








© All Rights Reserved