...

2 views

কবিতা - সৈনিক 🇨🇮
শৈশবকাল থেকেই ওদের বুকে কামানের শব্দ ;
চোখে সূর্যের তেজ ;
আর কপালে রক্ত দিয়ে আঁকা জয়ের গাঢ় লাল টিপ।
ওদের শরীরে লেগে থাকে পতাকার রঙ;
আর মনে অশোকচক্রের শান্তি।
ওরা ভালোবাসে স্বাধীনতার রামধনু।
চিলেরা এসে সংবাদ দিলেই -
ওরা এগিয়ে যায় যুদ্ধে।
তারপর -
রোদের তীক্ষ্ণ আঘাত -
ওদের বর্ম ভেদ করে ঘাম নিয়ে আসে ;
আগুনের ধোঁয়ায় কর্কশ হয়ে যায় ওদের মুখের কোমলতা ;
ওদের মধ্যে কারোর কারোর দেশপ্রেম -
অন্ধের মতো।
উন্মাদ হয়ে ছুটে যায় ঘাসের ওপর।
বলে - " সন্ত্রাসবাদের কূটনৈতিক এবং গাণিতিক ছক থেকে এই দেশের মাটিকে রক্ষা করার দায়িত্ব আমার।"
আর ঠিক...