...

6 views

অপ্রিয় সত্য
জন্মিলে মরিতে হয়...
এইতো ভবের নিয়ম,
বিশ্বাসে ঠকতে হয়...
হয়না কভু তার ব্যতিক্রম।
সুযোগের অপব্যবহার হয়...
আপন পরের তফাৎ ভুলে,
মোহময় আচরণে লুকিয়ে রয়...
আপন কে জব্দ করার কৌশলে।
অভাবে স্বভাব নষ্ট হয়...
যদি সে লোভের বশিভুত হয়,
মানসিকতা বিকাশে অজ্ঞ হয়...
নিজেকে নিজেই যে বিজ্ঞ কয়।
উপদেশ পেলে বিরক্ত হয়...
স্বার্থ বুদ্ধির অভিপ্রায়ই স্পষ্ট হয়,
আত্ম প্রশংসায় সদা মত্ত রয়...
অচিরেই নিজো স্বভাবের প্রচার হয়।
রাগে অত্যন্ত উগ্ৰ রূপ লয়...
অস্থির মনোভাবেরই প্রকাশ হয়,
কপট হৃদয়ে না কভু ভক্তি রয়...
মন ও মুখের যেখানে অমিল হয়।